ন্যাভিগেশন মেনু

কে হবে টাইগারদের প্রধান কোচ ?


বাংলাদেশ ক্রিকেটের সাফল্যর পিছনে ছিল হাথুরুসিংহে। তার কোচিংয়েই বদলে যায় টাইগাররা। সমস্যা হয় হাথুরুসিংহের পদত্যাগের কথা শুনে। এই খবরে বিসিবি একটু নড়েচড়ে বসেছে। কিন্তু দ্বাদশ বিশ্বকাপ শেষ হওয়ার কয়েকদিন পর থেকেই বিভিন্ন দেশে চলছে হেড কোচ ও পুরো কোচিং প্যানেল পরিবর্তনের কার্যক্রম। কোনো কোনো দেশে স্ব-ইচ্ছায় আবার কোথাও পরিচালনা বোর্ডের হস্তক্ষেপে এসব পদত্যাগ ও ছাঁটাইয়ের ঘটনা ঘটছে। ফলে কোচ নিয়োগের হিড়িক পড়ে গেছে সংশ্লিষ্ট দেশসমূহে। ব্যতিক্রম নয় বাংলাদেশও।

টাইগারদের কোচ হওয়ার দৌড়ে আছেন মাইক হেসন, রাসেল ডমিঙ্গো এবং গ্র্যান্ড ফ্লাওয়ার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) রাসেল ডোমিঙ্গো খুব ঘটা করে কোচ হতে সাক্ষাৎকার দিয়ে গেছেন। আরো দুই জনের সাক্ষাৎকার নেওয়ার কথা বলেছিল বিসিবি। খুব দ্রুত কোচ নির্বাচন করবে বলে জানায় বিসিবি এবং সেই সমীকরণে ঈদের আগেই জানা যাওয়ার কথা ছিল কে হচ্ছেন কোচ কিন্তু এরই মধ্যে ঈদের ছুটি থাকায় সম্ভব হয়ে ওঠেনি।

আসলে পুরো ব্যাপারটি একাই দেখাশোনা করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাই বাকি পরিচালকরা খুব একটা জানেন না। যতটুকু গুঞ্জন চারদিকে তার অনেকটাই ধারণা থেকে। যে ধারণা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শোনা যাচ্ছে দুইটা নাম পল ফারব্রেস ও মাইক হেসেন।

আরো পড়ুন : 

ভারতের শতকের আগেই ৬ উইকেট নেই

সাবেক এই ইংলিশ কোচ পল ফারব্রেসের প্রতিই বিসিবির নজর গত বছরের শুরু থেকেই। শেষ মুহূর্তে পারিবারিক কারণে সরে না দাঁড়ালে তাকেই দেখা যেত স্টিভ রোডসের জায়গায়। ট্রেভর বেলিসের সহকারি হিসাবে ইংল্যান্ডকে সাফল্য এনে দেওয়া কিংবা শ্রীলংকার কোচ থাকা অবস্থায় উপমহাদেশ নিয়ে ধারনা থাকা সব মিলিয়ে এগিয়ে আছেন পল ফারব্রেস। তবে পারিবারিক সীমাবদ্ধতা কতটুকু পেরোতে পারবেন সেটাই এখন দেখার বিষয়।

এবার আসি মাইক হেসনের কথায়। তার দিকে নজর রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। নিউজিল্যান্ডের সাবেক এই কোচ পারিবারিক কারণে সরে দাঁড়ান। কিউদের সাফল্যের শিখরে নিয়ে যান তিনি। সেই সাথে তিনি চুক্তিবদ্ধ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে।

পাঞ্জাবের সাথে দুই বছরের চুক্তি তার। এখনো বাকি আছে আরো এক বছর। চিন্তার বিষয় হল আইপিএলের জন্য মাইক হেসন ছুটি চাইলে সমস্যায় পড়তে হবে বিসিবিকে।


ওয়াই এ