ন্যাভিগেশন মেনু

জীবননগরে গৃহস্থলী কাজের মর্যাদা উন্নতীকরণ বিষায়ক সেমিনার


চুয়াডাঙ্গার জীবননগরে অবৈতনিক গৃহস্থলী কাজের মর্যাদা উন্নতীকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী পুরুষের অংশীদারিত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা ১০টায় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে এ সেমিনার সার্বিক পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচাকল মো. আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা সমাজ সেবা কার্যলয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, জীবননগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

সেমিনারে উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান, উপজেলার সরকারি দপ্তরগুলোর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধীসমাজ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিবি/এডিবি