ন্যাভিগেশন মেনু

মাত্র ৩৬ রানেই গুটিয়ে গেলো ভারতের ইনিংস


অ্যাডিলেডে প্রথম টেস্টের তৃতীয় দিনে দলীয় মাত্র ৩১ রানে ৯ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। ভারতের কোনো ব্যাটসম্যান দুই সংখ্যায় পৌঁছাতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৯ রান করেছেন মায়াঙ্ক আগারওয়াল।

ম্যাচের ২২তম ওভারে কামিন্সের বলে বাম হাতে চোট পেয়ে মোহাম্মদ শামি মাঠ ছাড়লে শেষ পর্যন্ত ৩৬ রানে ৯ উইকেটের বিনিময়ে থামে ভারতের ইনিংস। টেস্ট ইতিহাসের না হলেও ভারতের নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড এটি।

কোনো ব্যাটসম্যান দুই সংখ্যায় পৌঁছাতে পারেনি, এমনটা এ নিয়ে দ্বিতীয়বার দেখল টেস্ট ক্রিকেট। এরআগে ১৯২৪ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ১১ ব্যাটসম্যান আউট হয়েছিলেন এক অঙ্কে।

মূলত অস্ট্রেলিয়ার বোলার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড এর বিধ্বস্ত বোলিংয়ে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন। যথাক্রমে তারা নিয়েছেন ৪ উইকেট ও ৫ উইকেট।

প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট হয় ভারত। জবাবে অজিরা প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে গেলে ৫৩ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ভারত ৩৬ রান করায় ৮৬ রানের টার্গেট পেয়েছে অস্ট্রেলিয়া।

এমআইআর/এডিবি