ন্যাভিগেশন মেনু

টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা


সুনামগঞ্জ জেলার তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর, শহীদ বীর মুক্তিযোদ্ধা সিরাজ লেক, টেকেরঘাট, দেশের সর্ববৃহৎ শিমুল বাগান, অদ্বৈত মহাপ্রভুর মন্দির, শাহ আরেফিন মাজার, যাদুকাটা নদী, বরগোফ টিলাসহ সকল পর্যটন এলাকায় জনসমাগমের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

শুক্রবার (১১ জুন) দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির এ আদেশ জারি করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ফেসবুক পেজের মাধ্যমে জনসাধারণের জন্য বিষয়টি প্রচার করা হয়।

তাহিরপুর উপজেলা প্রশাসনের ফেসবুকে পোস্টে উল্লেখ করা হয়, সারাদেশে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার সব ধরনের পর্যটনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তারই ধারাবাহিকতায় তাহিরপুর পর্যটন এলাকায় ঘুরতে আসা পর্যটকদের বহন না করার জন্য সকল নৌযান মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, দেশে করোনার প্রভাব বাড়ায় উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পর্যটন এলাকায় নিষেধাজ্ঞা জারি হওয়ায় পর্যটকদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

ওয়াই এ/এডিবি/