ন্যাভিগেশন মেনু

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ করোনা আক্রান্ত


ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। তিনি নিজের সিদ্ধান্তেই আগামী সাত দিনের জন্য আইসোলেশনে গেছেন। তবে আইসোলেশনে থেকেই তিনি সকল দাপ্তরিক কাজকর্ম চালিয়ে যাবেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ইমানুয়েল ম্যাক্রোঁ নিজেই এ কথা জানিয়েছেন।

প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ থাকায় প্রেসিডেন্টের টেস্ট করানো হয়। এবং রিপোর্ট পজিটিভ আসে।

পজিটিভ রিপোর্ট আসার পর ৪২ বছর বয়সী ম্যাক্রোঁ এখন সাত দিনের জন্য তিনি আইসোলেশনে থাকবেন। তবে প্রেসিডেন্ট কাজ চালিয়ে যাবেন।

আগামী সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্টের লেবানন সফরে যাওয়ার কথা ছিলো। তার এই সফরটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে এলিসি প্রসাদ।

করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের বাড়তে শুরু করেছে ফ্রান্সে করোনায় মৃত্যু এবং আক্রান্তের হার। করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করেই বেড়ে যাওয়াতে চলতি সপ্তাহে ফ্রান্সে রাতে কারফিউ জারি করা হয়েছে।

সিবি/এডিবি