ন্যাভিগেশন মেনু

টিকিট ও ভিসার মেয়াদ বাড়াতে আজও সৌদি প্রবাসীদে বিক্ষোভ


সৌদি আরবে ফিরে যাওয়ার টিকিট না পেয়ে সৌদি প্রবাসী বাংলাদেশিরা রাজধানীর হোটেল সোনারগাঁও সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে আজও বিক্ষোভ করছেন।

প্লেনের টিকিট ও ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে তারা আজ ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভে নেমেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কয়েক হাজার প্রবাসী জমায়েত হয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এ সময় টিকিটের দাবিতে তারা নানা স্লোগান দেন।

গত মঙ্গলবার বিক্ষুব্ধ প্রবাসীরা ফ্লাইটের সমস্যা সমাধানে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। এর মধ্যে দুইদেশের প্রতিনিধিরা বর্তমান সংকট সমাধানে আলোচনা করলেও প্রবাসীরা আশানুরূপ ফলাফল না পাওয়ায় আবারও বিক্ষোভে নেমেছেন।

বিক্ষোভরত প্রবাসীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে যেতে না পারলে তাদের চাকরি হারাতে হবে। কিন্তু তারা সৌদি এয়ারলাইন্সের টিকিট পাচ্ছেন না। প্লেনের কৃত্রিম সংকটের অভিযোগও তোলেন তারা।

জানা গেছে, করোনাভাইরাস মহামারিতে নিজ দেশে আটকেপড়া সৌদি আরবে কর্মরত বিদেশি কর্মীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেরার বাধ্যবাধকতা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এরপর থেকে দেশে আটকেপড়া বহু প্রবাসী টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন। অনেকের ফিরতি প্লেনের টিকিট থাকলেও সেটি রিকনফার্ম করতে পারছেন না। ফলে বাধ্য হয়ে রাস্তায় নামেন প্রবাসীরা।

সিবি/এডিবি