ন্যাভিগেশন মেনু

টিসিবির পণ্য বিক্রির তালিকায় দেশিয় পেঁয়াজ ও আখের চিনি বিক্রির আহবান


খোলা বাজারে ও ডিলারদের মাঝে দেশে উৎপাদিত পেঁয়াজ ও চিনি বিক্রির আহ্বান জানিয়েছেন ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম ও ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান এ দাবি জানান। 

বিবৃতিতে ক্যাব নেতৃবৃন্দ বলেন, ‘পেঁয়াজের আড়ৎদার ও কমিশন অ্যাজেন্টরা দেশিয় পেঁয়াজ বিক্রিতে আগ্রহী নয়। কারন দেশিয় পেঁয়াজ বাজারজাত করলে তারা ঘন্টায় ঘন্টায় দাম বাড়াতে পারবে না। আর দেশিয় উৎপাদকদের পেঁয়াজ বিক্রির রশিদ থাকে। ফলে দেশিয় কৃষক পেঁয়াজের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে এবং পেঁয়াজ চাষে ক্ষতির সম্মুখীন হচ্ছে।

টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি হলে দেশিয় পেঁয়াজ বাজারজাত হবে, কৃষকরা ন্যায্য মূল্য পাবে এবং দেশিয় উৎপাদন উৎসাহিত হবে। পেঁয়াজের মতো কৃষি পণ্যের জন্য পরনির্ভরশীলতা হ্রাস পাবে। ’

বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রতিদিন সংবাদের শিরোনাম হচ্ছে দেশিয় চিনি অবিক্রিত থেকে যাচ্ছে। এ অবস্থায় টিসিবির খোলা বাজারে ও ডিলারদের মাধ্যমে চিনি বিক্রিতে দেশিয় আখের চিনি সরবরাহ করা হলে দেশের চিনিকলগুলো বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে এবং দেশের জনগনও স্বাস্থ্য সম্মত চিনি পাবে। ’

ওয়াই এ/এডিবি