ন্যাভিগেশন মেনু

টিসিবি ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে


ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রাজধানীতে ন্যায্যমূল্যে ট্রাকে করে ৪৫ টাকা কেজি দরে দেশি পেঁয়াজ বিক্রি শুরু করেছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর খামারবাড়ী, প্রেসক্লাব এলাকায় পেঁয়াজ বিক্রি করতে  দেখা যায়।

টিসিবি’র মুখপাত্র হুমায়ুন কবির জানান, রাজধানীর ৫টি স্থানে ৪৫ টাকা কেজি দরে দেশি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

 তিনি বলেন, আমাদের সোর্সিং চলছে, পর্যায়ক্রমে আরও বিভিন্ন স্থান থেকে ট্রাক সেল শুরু হবে।

প্রতি জন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারছেন। এক একটি ট্রাকে ১০০০ কেজি পেঁয়াজ রয়েছে।

এর আগে রবিবার (১৫ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় খোলা বাজারে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের মূল্য ঊর্ধ্বগতি রোধে সরকার খোলাবাজারে বিক্রির সিদ্ধান্ত নেয় ।

এছাড়া বন্দরে আমদানি করা পেঁয়াজ দ্রুত খালাস করা ও নির্বিঘ্ন পরিবহন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কাছেও চিঠি দেওয়া হয়েছে।

সিবি / এসএস