ন্যাভিগেশন মেনু

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ৩ ধাপ উন্নতি বাংলাদেশের


ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো ৭ নম্বরে বাংলাদেশ।

বুধবার (১ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের জয়ে এ সাফল্য অর্জন করে টাইগাররা।

র‌্যাংকিংয়ের ১০ নম্বরে থেকে জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও আফগানিস্তানকে হটিয়ে ২৩৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে উঠে যায় বাংলাদেশ।

বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ২৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। ২৭৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে বিরাট কোহলির ভারত ও ২৬১ পয়েন্ট নিয়ে যথাক্রমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান।

বুধবার (১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশ দুর্দন্ত বোলিংয়ে সফরকারীদের মাত্র ৬০ রানে সর্বনিম্ন স্কোরে অলআউট করে বাংলাদেশ।

জবাবে ব্যাটিংয়ে নেমে সাকিব, মুশফিক ও মাহমুদুল্লার ব্যাটিং দৃঢ়তায় ৫ ওভার বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ।

এমআইআর/ওআ