ন্যাভিগেশন মেনু

টি-শার্টের স্লোগানের সূত্র ধরে খুনী আটক


শুধুমাত্র টি-শার্টের স্লোগানের সূত্র ধরে খুনীকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী জুয়েল রানা (২৯)। তার গায়ে থাকা টি-শার্টের স্লোগানের সূত্র ধরে খুনের রহস্য উন্মোচন করছে মিরপুর মডেল থানার পুলিশ। পরে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুলিশ জানায়, টোব্যাকো কোম্পানি মালবোরোর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করায় মো. জুয়েল রানার সঙ্গে মোটা অঙ্কের টাকা থাকতো। তারই পূর্বপরিচিতি একটি দুধ বিপণনকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি মো. মিরাজের হঠাৎ টাকার বিশেষ প্রয়োজন হয়। তিনি জানতেন জুয়েলের কাছে নগদ টাকা আছে। সেই টাকা হাতিয়ে নিতেই মিরাজ দুই সহযোগীকে নিয়ে জুয়েলকে হত্যা করে। 

মিরাজ পরিকল্পনার অংশ হিসেবে মো. রাসেল (১৯) ও আরেকজনকে (অপ্রাপ্ত বয়স্ক - বয়স ১৫) সঙ্গে নেন। তারা প্রথমে ঢাকার গাবতলীতে দুধ বহনকারী কাভার্ডভ্যানে উঠে তিন দফায় ইয়াবা মাদক সেবন করে। 

এরপর রাত ১০টার দিকে জুয়েলকে ডেকে কাভার্ডভ্যানে উঠিয়ে ইয়াবা সেবন করায়। এক পর্যায়ে মুখ চেপে ও রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে গত ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জুয়েলকে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করেন। 

এরপর তারা সেই কাভার্ডভ্যানেই আগে থেকে কেনা ড্রামে জুয়েলের মরদেহ ভরে গাবতলী থেকে মিরপুরের বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন। এই সময়ে দুধের ডেলিভারিও দেন মিরাজ। এরপর রাত সাড়ে ১২টার দিকে মিরপুর লাভ রোডের পাশে রাস্তায় জুয়েলের লাশভর্তি ড্রাম ফেলে পালিয়ে যান।

স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ২টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। উপস্থিত হন ঊর্ধ্বতন কর্মকর্তারাও। অজ্ঞাত লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

পরে নিহতে গায়ে থাকা ‘সাফল্যের পথে একসাথে’ লেখা টি-শার্টের সূত্র ধরে নিহতের পরিচয় নিশ্চিত ও খুনিদের শনাক্ত করে পুলিশ। তদন্তের এক পর্যায়ে হত্যাকাণ্ডে জড়িত তিন যুবককে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।

এস এস/এডিবি/