ন্যাভিগেশন মেনু

টুইটারে আর বিশেষ সুবিধা পাবেন না ট্রাম্প


যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে আনুষ্ঠানিকভাবে পরাজিত হলে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বিশেষ সুবিধা পাবেন না।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে,  টুইটার নাকি ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেলে তাকে কোনও “বিশেষ সুবিধা” দেবে না। এমনকি প্রায়শই ভুল তথ্যে ভরা বিভিন্ন পোস্ট শেয়ার করায় প্রেসিডেন্ট হওয়ার সুবাদে যে সুবিধাটুকু পেতেন, তাও আর দেবে না তারা।

এ বিষয়ে টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে গেলে, একজন সাধারণ ব্যবহারকারীর ক্ষেত্রে যেসব নিয়ম অনুসরণ করা হয়, তার ব্যতিক্রম হবেন না ডোনাল্ড ট্রাম্প।

এ প্রসঙ্গে গার্ডিয়ানকে টুইটারের এক মুখপাত্র জানান,  “বিশ্বনেতা” নীতির আওতায় বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও অন্যান্য জনপ্রিয় নেতারা পড়েন। বিশেষ করে যাদের কথা সংবাদ হিসেবে গুরুত্বপূর্ণ, তারা যদি টুইটারের বিশেষ কোনও নিয়ম ভেঙেও থাকেন তবে সাধারণত ব্যবস্থা নেওয়া হয় না। তবে নির্বাচনে হেরে গেলে সাবেক বিশ্বনেতা হিসেবে তাকে সেই সুবিধা দেবে না প্রতিষ্ঠানটি।

টুইটার জানিয়েছে, তাদের নীতি ভঙ্গ করায় জানুয়ারিতে মেয়াদ শেষ হয়ে গেলেই ট্রাম্পকে দিয়ে আসা ‘স্পেশাল ট্রিটমেন্ট’ বাতিল করা হবে। মূলত টুইটারের ‘ওয়ার্ল্ড লিডার’ ক্যাটাগরির আওতায় পড়ায় এতোদিন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়নি।

এদিকে গত কয়েক মাসে ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু পোস্ট সতর্কতা চিহ্ন যোগ করে গোপন করে রাখে টুইটার। সতর্কতা পড়ার পর আগ্রহীরা ক্লিক করে সেসব পোস্ট দেখতে পেতেন। বিশেষ ক্যাটাগরির আওতায় পড়ায় এই সুবিধা পেয়ে আসছিলেন তিনি।

 এস এ/ওআ