ন্যাভিগেশন মেনু

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিচারপতির শ্রদ্ধা


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বিচারপতির সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তিনি সকলকে নিয়ে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল সদস্যের রূহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দ্রুত করোনা থেকে মুক্তি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুন্ডু, গোপালগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার দীনেশ সরকার, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর বিচারপতি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এর আগে বিচারপতি গোপালগঞ্জ সার্কিট হাউসে পৌঁছলে তাকে গোপালগঞ্জ বিচার বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে হাউজ গার্ড প্রদর্শন করেন।

কে এম/ ওয়াই এ/এডিবি