ন্যাভিগেশন মেনু

টেকনাফে ইয়াবাসহ আটক ২


কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান( র‍্যাব)। 

বুধবার (৬ জানুয়ারি) বিকাল সোয়া ৩ টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।

আটককৃতরা হল- কক্সবাজার শহরের সমিতি পাড়ার আব্দুস সালামের ছেলে রুহুল আমিন রুবেল (৩১) এবং টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুর আহম্মদের স্ত্রী রোজিনা আক্তার (৩০)।

উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, বুধবার বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের জাদিমুরা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ি ইয়াবার চালান লেনদেনের জন্য অবস্থান করছে এমন খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে ১ রোহিঙ্গা নারীসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়।পরে আটকদের দেহ তল্লাশী করে পাওয়া যায় ৮ হাজার ৬৫০ টি ইয়াবা।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান উইং কমান্ডার আজিম আহমেদ।

এস এ এম/ এস এ/ওআ