ন্যাভিগেশন মেনু

টেকনাফে তিন রোহিঙ্গা মাদকব্যবসায়ী আটক


কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবা ও অস্ত্রসহ তিন রোহিঙ্গা মাদকব্যবসায়ীকেআটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

মঙ্গলবার ১৪ অক্টোবর) রাতে হোয়াইক্যং ইউপি বাজার সংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- হোয়াইক্যং ইউপি উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক বি-৩ বাসিন্দা কবির আহাম্মদের ছেলে মো. তৈয়ুব, একই ক্যাম্পের ব্লক এফ-৪ এর বাসিন্দা মোহাম্মদ আবু ছেলে শফিক আলম ও একই ব্লকের  বাসিন্দা এজাহার হোসেনের ছেলে মো ইব্রাহিম।

ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বাজার সংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে কক্সবাজার টেকনাফ সড়কে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিন রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। ইয়াবার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।’

তিনি আরও বলেন, ‘আটককৃতরা দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। উদ্ধার করা ইয়াবা ও অস্ত্রসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ওয়াই এ/এডিবি