ন্যাভিগেশন মেনু

টেকনাফে ৪ লাখ ২৪ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি


কক্সবাজারের টেকনাফ সীমান্তের আইয়ুবের জোড়া নামক স্থান থেকে মায়ানমার থেকে আনা ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে অভিযান পরিচালনা করলে ইয়াবার চালান জব্দ হয়।

বিজিবি সুত্র জানায়, ‘বুধবার রাত পৌনে ৮টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির সদস্যরা আইয়ুবের জোড়া নামক স্থানে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মায়ানমার হতে আসা একটি কাঠের নৌকা হতে ৫/৬জন লোক বস্তা নিয়ে নেমে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে চাইলে বিজিবি জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় মাদক কারবারীরা বস্তাগুলো ফেলে সাতাঁর কেটে নাফ নদী অতিক্রম করে মায়ানমারে চলে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৫টি বস্তা থেকে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

এমআইআর/ এডিবি