ন্যাভিগেশন মেনু

টেকনাফে ৮৪ হাজার ইয়াবাসহ আটক ১


কক্সবাজারের টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৪ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

আটক ইয়াবা পাচারকারী মো. আমিনকে (৫০) টেকনাফের সাবরাং কচুবুনিয়ার মৃত কাশেম আলীর ছেলে।

আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া ঘাঁটসংলগ্ন এলাকায় ঝাউবনের পাশ দিয়ে কালো রংয়ের ব্যাগসহ এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামার সংকেত দিলে ওই ব্যক্তি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে মো. আমিনকে (৫০) আটক করতে সক্ষম হয়। এ সময় কাপড়ের ব্যাগটি তল্লাশি করে ৮৪ হাজার ইয়াবা জব্দ করা হয়।

আটক ইয়াবা পাচারকারীকে জব্দকৃত ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্সনীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সিবি/এডিবি/