টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী। টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেও সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাবেন তিনি।
চেন্নাই সুপার কিংসের সঙ্গে আইপিএল খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন মঈন। সেখান থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমার বয়স এখন ৩৪। যতদিন পারি আমি খেলতে চাই এবং ক্রিকেটকে কেবল উপভোগ করতে চাই। টেস্ট ক্রিকেট চমৎকার, যখন দিন ভালো যায় তখন অন্য যে কোনো ফরম্যাটের চেয়ে এটি অনেক ভালো। এটি অনেক ফলপ্রসূ এবং মনে হবে এটা আপনি অর্জন করে নিয়েছেন।’
মঈন আরও বলেন, ‘ছেলেদের সঙ্গে মাঠে যাওয়া, চাপের অনুভূতি নিয়ে বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলা আমি খুব মিস করব। এছাড়া আমার সেরা বল দিয়ে কাউকে আউট করার বিষয়টিও মিস করব। আমি টেস্ট ক্রিকেট উপভোগ করেছি এবং কোনো কোনো সময় এর তীব্রতা অনেক বেশি হয়। আমি মনে করছি যথেষ্ট হয়েছে এবং যেভাবে যা করেছি তাতে আমি খুশি ও সন্তুষ্ট।’
প্রসঙ্গত, ‘২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়ার পর ৩৪ বছরের মঈন দেশের হয়ে ৬৪ টেস্ট খেলে ২ হাজার ৯১৪ রানের পাশাপাশি শিকার করেছেন ১৯৫ উইকেট।
এমআইআর/ওআ