ন্যাভিগেশন মেনু

ট্রাকের পেছনে বরযাত্রীবাহী গাড়ির ধাক্কা, নিহত ১৪


ভারতের উত্তর প্রদেশের প্রতাপগড়ে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৬ শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় রাত পৌনে ১২টায় প্রতাপগড় জেলায় প্রয়াগরাজ-লখনউ হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বরযাত্রীবাহী গাড়ির এ সংঘর্ষ হয়।

উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ‘দুর্ঘটনায় গাড়িতে থাকা সবাই নিহত হয়েছেন। নিহতরা সকলেই এক পরিবারের সদস্য এবং তাদের আত্মীয়।’

প্রতাপগড়ের পুলিশ সুপার (এসপি) অনুরাগ আরিয়া বলেন, ‘চাকা পাংচার হয়ে যাওয়ায় ট্রাকটি সড়কের পাশে রাখা ছিল। এ সময় যাত্রবাহী গাড়িটে দ্রুত গতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা মারে। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি ও ঘটনাস্থলেই গাড়িতে থাকা সবাই মারা যান।’

তিনি আরও জানান, ‘খবর পেয়ে পুলিশ সদস্যরা এসে ট্রাকের নিচ থেকে যাত্রবাহী গাড়ির অর্ধেক টেনে বের করে।’

এসপি অনুরাগ আরিয়া বলেন, ‘দুর্ঘটনায় নিহত ৬ শিশুর বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে। বাকি আটজনের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের সবার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার গাড়ি ও ট্রাকের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’

হিন্দুস্থান টাইমস জানায়, ‘এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিনিয়র অফিসারদের ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তায় নির্দেশ দিয়েছেন।’

ওয়াই এ/এডিবি