ন্যাভিগেশন মেনু

ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনায় এবিপিসি'র বিশেষ মোনাজাত


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ করোনায় আক্রান্ত সকলের দ্রুত আরোগ্য এবং ইতোমধ্যেই মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)।

রবিবার (৪ অক্টোবর) নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ইটজি চায়নিজ রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ি আগামী ১২ ডিসেম্বর ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া পরবর্তী দু’বছরের জন্যে নয়া কার্যকরী কমিটির নির্বাচন উপলক্ষে বিদ্যমান ৩ সদস্যের নির্বাচন কমিশনকেই পুনর্বহাল করা হয়।

কমিশনের প্রধান হচ্ছেন চ্যানেল আই’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ।

অন্য সদস্যরা হলেন, নোঙর টিভির সিইও জাহেদ শরিফ এবং বাংলা টিভির ভাইস প্রেসিডেন্ট কবি মিশুক সেলিম।

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি  বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা লাবলু আনসার। পরিচালনা করেন সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের নিউইয়র্ক প্রতিনিধি শহীদুল ইসলাম।

সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ি নতুন সদস্যপদ বাছাই কমিটিতে সদস্য পপি চৌধুরীর পরিবর্তে প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর ওয়াজেদ শিবলীকে অন্তর্ভুক্ত করা হয়।

এ সভায় করোনা-বিধ্বস্ত কমিউনিটিকে জাগানোর বিভিন্ন ইস্যুসহ আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিটি প্রবাসীকে সোচ্চার হওয়া বিষয়ে মতামত উপস্থাপন করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বাংলা টিভির মহাপরিচালক মীর  ই শিবলী, সহ-সভাপতি ভয়েস অব আমেরিকার সাংবাদিক আকবর হায়দার কিরন, যুগ্ম-সম্পাদক এবি টিভির সিইও রিজু মোহাম্মদ, অর্থ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আবুল কাশেম, প্রচার সম্পাদক চ্যানেল আই অনলাইনের নিউইয়র্ক প্রতিনিধি শাহ ফারুক, নির্বাহী সদস্য খবর ডটকমের সম্পাদক শিব্বির আহমেদ, যমুনা টিভির নিউইয়র্ক প্রতিনিধি আজিম উদ্দিন অভি।

আরও উপস্থিত ছিলেন, ক্লাবের সদস্য ফটোসাংবাদিক নিহার সিদ্দিকী।

সভা শেষে করোনা আক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সকলের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

কমিউনিটির বৃহত্তর স্বার্থে সব ধরনের নেতিবাচক মনোভাব পরিহার করে সম্প্রীতির বন্ধন সংহত করার সংকল্পে সকলে মধ্যাহ্নভোজে মিলিত হন। ক্লাবের অন্যতম সহ-সভাপতি আকবর হায়দার কিরণের সৌজন্যে এ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

সিবি/এডিবি