ন্যাভিগেশন মেনু

ট্রাম্প জিতলে দেশ ছাড়ার ঘোষণা তারকাদের


ট্রাম্প জিতলে দেশ ছাড়ার ঘোষণা দিয়েছে অনেক তারকা। রক তারকা ব্রুস স্প্রিংস্টিন, রিকি মার্টিন, টমি লিও, জন লিজেন্ড ও ক্রিসি টিজেনের মতো অনেক তারকারা ঘোষণা দিয়েছেন, ট্রাম্প বিজয়ী হলে তারা যুক্তরাষ্ট্র ছেড়ে যাবেন। খবর ফক্স নিউজ’র।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরো চার বছরের মেয়াদকালে তার কড়া সমালোচক হিসেবে নিজেকে পরিচিত করেছেন ব্রুস স্প্রিংস্টিন। ৭১ বছর বয়সী এই রক তারকা সম্প্রতি অস্ট্রেলিয়ান প্রেসকে বলেছেন, ট্রাম্প পুনর্নির্বাচিত হলে তিনি অস্ট্রেলিয়া চলে যাবেন। তিনি একই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন ব্রিটিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফ ও ডেইলি মেইলকেও।

লাতিন পপ তারকা রিকি মার্টিন বলেছেন, ‘আমি বাইডেনের সব সময়ের সমর্থক।’ ভ্যারাইটির দ্য বিগ টিকিট অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার মতে, আমাদের হাতে থাকা একমাত্র বিকল্প বাইডেন। তিনি দারুণ।’

এদিকে টমি লিও বলেন, ‘নির্বাচনের ফল ট্রাম্পের পক্ষে গেলে আমি আমার মাতৃভূমি গ্রিসে ফিরে যাবো। গ্রিসের কোনো এক দ্বীপে বাড়ি কিনে থাকবো।’

গত নির্বাচনের আগেও বহু তারকা ট্রাম্প বিজয়ী হলে যুক্তরাষ্ট্র ছাড়বেন বলে জানিয়েছিলেন। এ তালিকায় ছিলেন মাইলি সাইরাস, স্যামুয়েল এল জ্যাকসন, স্নুপ ডগ, লিনা ডানহাম, ব্রায়ান ক্র্যানস্টন, অ্যামি শুমার, র‌্যাভেন সায়মন, জর্জ লোপেজের মতো তারকারা। তবে এদের কেউই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ছেড়ে যাননি।

সিবি/ওআ

একই ধরণের খবর পেতে এখানে ক্লিক করুন