ন্যাভিগেশন মেনু

ট্রাম্প ভক্ত ভারতের কৃষ্ণ রাজু মারা গেছেন


হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একনিষ্ঠ ভক্ত ভারতে কৃষ্ণ রাজু। 

সংবাদসংস্থা এএনআই রাজুর বন্ধুদের বরাত দিয়ে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া অবধি গত কয়েকদিন ধরে কৃষ্ণ রাজু খাওয়া-দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিলেন, দিনরাত প্রার্থনা করেছিলেন, রাতে ঘুমোতে পারছিলেন না, ছটফট করছিলেন।

সোমবার (১২ অক্টোবর) দক্ষিণ ভারতের তেলঙ্গনা রাজ্যের বাসিন্দা ৩৩ বছর বয়সি কৃষ্ণ রাজু জমি চাষের কাজ করতে ক্ষেতে যাওয়ার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, অকালে তার স্ত্রীর মৃত্যুর পর থেকে গত কয়েকবছর যাবত তার একমাত্র ধ্যান-জ্ঞান হয়ে উঠেছিলেন ডোনাল্ড ট্রাম্প। 

এতোদিন কৃষ্ণ রাজু ট্রাম্পের ছবি নিয়ে পুজো করতেন, কিছুদিন আগে দু'লাখ টাকা খরচ করে আরাধ্য দেবতার ৬ ফুট উঁচু একটি প্রমাণ সাইজের মূর্তি তৈরি করিয়েছিলেন তিনি।

কৃষ্ণ রাজুর এই ট্রাম্পভক্তির জন্য গ্রামবাসীরা তার নাম দিয়েছিলেন 'ট্রাম্প-কৃষ্ণ'। 

কৃষ্ণ রাজুর গ্রামের মাতুব্বর বেঙ্কট বলেছেন, 'কৃষ্ণ রাজুর জন্য আমাদের গ্রামের নাম সারা পৃথিবী জানতে পেরেছে। ডোনাল্ড ট্রাম্পের এমন ভক্ত যুক্তরাষ্ট্রেও কেউ আছেন কিনা সন্দেহ।'

কৃষ্ণ রাজুর বিশ্বাস ছিল, চিনের হাত থেকে একমাত্র ট্রাম্পই পৃথিবীকে রক্ষা করতে পারেন। তাই যুক্তরাষ্ট্রের আসন্ন ভোটে ট্রাম্প যাতে জয়ী হন, তার জন্য রীতিমতো পুজো দিতেন উনি। 

বেঙ্কট জানান, 'দেশ-বিদেশ থেকে সাংবাদিকরা, ফটোগ্রাফাররা আমাদের গ্রামে এসে কৃষ্ণ রাজুর ছবি তুলে নিয়ে গিয়েছেন, তার সম্বন্ধে লিখেছেন। শুধু দুঃখ, কৃষ্ণ রাজুর এই অকাল মৃত্যুতে তার স্বপ্ন অপূর্ণ থেকে গেলো। কৃষ্ণর এক মাত্র ইচ্ছে ছিলো, কোনও একদিন তিনি ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন। ওয়াশিংটন যাওয়ার জন্য অল্প অল্প করে টাকা জমাচ্ছিলেন কৃষ্ণ রাজু। সে আর হয়ে উঠলো না। সুত্র: ভয়েস অব আমেরিকা

এডিবি/