ন্যাভিগেশন মেনু

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ১২ ঘর পুড়ে ছাই


ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের ১২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ১১টায় সদর উপজেলার কুজিশহর (কবিরাজপাড়া) গ্রামের বইজুল ইসলামের ছেলে  মাজেদুল ইসলামের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টা  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগেই আগুনের লেলিহান শিখায় রবিউল ইসলাম, কামরুল ইসলাম,মখলেসুর রহমান  ও আলমের বাড়ির ৬টি পরিবারের ১২টি ঘর, নগদ ৪ লাখ টাকা, ৭টি গরু, ৭টি ছাগল, স্বর্ণালংকার, ২০ মণ শুকনাে মরিচ, ধান, চাল, কাপড়চোপড়সহ  ২০ লাখ টাকার ক্ষতি হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের লিডার আবুল কালাম আজাদ জানান, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা ‘

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় ও ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বি আই বি/এমআইআর/এডিবি/