ন্যাভিগেশন মেনু

ঠাকুরগাঁওয়ে আরও একটি নতুন ইউনিয়নের অনুমোদন


ঠাকুরগাঁও সদর উপজেলার ২২তম ইউনিয়ন হিসেবে সেনুয়া ইউনিয়নের অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় (৫ নভেম্বর) সাক্ষরিত চিঠিতে এই ইউনিয়নের অনুমোদন দেয়।  

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নটি একটি নদী দ্বারা বিভক্ত হয়েছে। এ কারণে ওই এলাকার মানুষজন দীর্ঘদিন যাবত দুর্ভোগে ছিলো। স্থানীয় জনগণের দাবির মুখে স্থানীয় সংসদ সদস্য অগ্রনী ভুমিকা পালন করেন। এ বিষয়ে সরকারের উপর মহলে প্রস্তাব পাঠানো হয়।অবশেষে ৫ নভেম্বর মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (ইউনিয়ন পরিষদ-১ শাখা) এর উপসচিব মোহাম্মদ ইফতেখার আহম্মদ চৌধুরী সাক্ষরিত পত্রে সেনুয়াকে ইউনিয়ন হিসেবে অনুমোদন দেয়। এ নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের সংখ্যা দাঁড়ালো ২২টি।

উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন,শীঘ্রই ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম আনুষ্ঠানিক ভাবে সেনুয়াকে ঠাকুরগাঁও সদর উপজেলার ২২তম ইউনিয়ন হিসেবে ঘোষণা করবেন।

এদিকে সেনুয়া নতুন ইউনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয়রা।

এস এ /এডিবি