ন্যাভিগেশন মেনু

ঠাকুরগাঁওয়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কর্মসূচি


'সবাই মাস্ক পড়ি, করোনামুক্ত ঠাকুরগাঁও গড়ি' এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে মহামারি করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতামূলক অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ঠাকুরগাঁও প্রেসক্লাব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা কমান্ডসহ বিভিন্ন সরকারি, বেসরকারি অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে. এম কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমাদের সকলকে সচেতন থাকতে হবে। মাস্ক বাধ্যতামূলক পরতে হবে। যেহেতু শীত পড়েছে সে ক্ষেত্রে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। যদি কেউ মাস্ক না পরে, আইন না মানে তাহলে কঠোরভাবে আইনের প্রয়োগ করা হবে।

বক্তব্য শেষে সাধারণ জনগনের মাঝে নিজ হাতে মাস্ক পরিয়ে দেন এমপি রমেশ চন্দ্র সেন ও জেলা প্রশাসক ড.কে.এম কামরুজ্জামান সেলিম।

বিআইবি/ওয়াই এ/এডিবি