NAVIGATION MENU

ঠাকুরগাঁওয়ে করোনার নমুনা পরীক্ষার ল্যাব উদ্বোধন


দীর্ঘ প্রতীক্ষার পর ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ল্যাব উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ ল্যাবের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল, বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডা: শুভেন্দু কুমার, বিএমএর সাধারণ সম্পাদক ডা.মেরাজুল ইসলাম সোনা।

জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ নমুনার পরীক্ষার জন্য বক্ষব্যাধি হাসপাতালে এ ইউনিট চালু করা হয়েছে।

বক্ষব্যাধি ক্লিনিক হাসপাতালের কনসালটেন্ট ডা: শুভেন্দু কুমার জানান, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে যক্ষার নমুনা পরীক্ষার পাশাপাশি দৈনিক ৩/৪টি  নমুনা পরীক্ষা করা যাবে। পরবর্তীতে আরও একটি মেশিন বসানো হলে কোভিড-১৯ সনাক্তের পরিধি বাড়ানো হবে।

প্রসঙ্গত, এতোদিন ঠাকুরগাও জেলা বাসিন্দাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতো। এতে সময় লাগত প্রায় ৭ থেকে ১০ দিন।

বি আই বি/ এস এ /এডিবি