ন্যাভিগেশন মেনু

ঠাকুরগাঁওয়ে চলছে পাঁচ দিনব্যাপী মাছধরা উৎসব


ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন টাঙ্গন ব্যারেজের গেট খুলে দেওয়ায় শুরু হয়েছে ৫ দিন ব্যাপী মাছ ধরা উৎসব।

গত বুধবার  রাত থেকে শুরু হয়েছে মাছ শিকারের মহোৎসব যা চলবে আগামী রবিবার পর্যন্ত।

মাছ ধরা উৎসবে প্রতিদিন এখানে হাজার হাজার মানুষের সমাগম বিভিন্ন জেলা হতে আগত মাছ শিকারী এসেছেন কেউবা মাছ ধরতে আর কেউবা এসেছেন নদীর মাছ কিনে নিয়ে যেতে। এসময় মাছ শিকারী ও ক্রেতা বিক্রেতাদের মিলন মেলায় পরিনত হয়।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত শিকারীরা দেশীয় তৈরী ফিকা ও লাফি জাল সহ বিভিন্ন বাহারী জাতের জাল দিয়ে  করছে মাছ শিকার।

এদিকে শহরের চাইতে এখানকার মাছের দাম বেশি বলে জানালেন বেশিরভাগ ক্রেতা।

শরিফুল ইসলাম নামে একজন ক্রেতা জানান,এখানে বাজারের  চাইতে মাছের দাম বেশি। শহরে যে মাছ ৩শ টাকায় পাওয়া যায়, সেই মাছ এখানে  বিক্রি হচ্ছে ৪শ থেকে ৫শ টাকা কেজি  দরে।

এ ব্যাপারে মাছ বিক্রেতা হায়দার আলী  জানান,মাছ শিকারীদের বেশিরভাগই মাছ ধরার পরপরই বিক্রি করে দেয়। আমরা কেজি প্রতি ৫০-১শ টাকা কম দামে কিনলেও ৫০-১০০ টাকা লাভ করে ক্রেতাদের নিকট বিক্রি করি।

টাঙ্গন ব্যারেজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম জানান,এ ব্যারেজে প্রতি বছর কমপক্ষে ৫০ মণ দেশী মাছ ধরা পড়ে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও শহর থেকে ২০ কিলোমিটার উত্তরে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গ্রামে অবস্থিত টাঙ্গন ব্যারেজ। এটি মূলত শুস্ক মওসুমে জমিতে সেচ প্রদানের সুবিধার্থে পানি উন্নয়ন বোর্ড নির্মান করে। প্রতি বছর ভরা মওসুমে মৎস্য বিভাগের আওতায় এখানকার প্লাবন ভূমিতে  সরকারিভাবে মাছ অবমুক্ত করা হয়। ৩ মাস পর মাছ বড় হলে ব্যারেজের গেট খুলে দিলে এখানে শুরু হয় ৫ দিন ব্যাপী মাছ ধরা উৎসব।

বি আই/ এস এ/ওআ