ন্যাভিগেশন মেনু

ঠাকুরগাঁওয়ে ছিনতাইয়ের শিকার ভিখারীনিকে ইউএনও’র সহায়তা


ঠাকুরগাঁওয়ে ছিনতাইয়ের শিকার ৮৫ বছরের বয়সি ভিখারীনি মহেলা বেগমকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।

বুধবার (৩ মার্চ) সকালে পৌর এলাকার ১০নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় ভিখারীনিকে দেখতে তার বাড়িতে যান ইউএনও। এ সময় তাকে আর্থিক সহায়তা করেন এবং একটি বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১ মার্চ বিকেলে বাসার সামনে মহেলা বেগম তার জমানো টাকা নিয়ে ওষুধ কিনতে যাচ্ছিলো। এ সময় হঠাৎ মাথা ঘুরে যাওয়ায় তিনি বাড়ির সামনের সড়কে বসে পড়েন। সেখানেই আঁচল থেকে টাকা খুলে গুনছিলেন ওই বৃদ্ধা। ওইসময় দুই তরুণ তার হাত থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজকের বাংলাদেশ পোস্টকে বলেন, 'মুন্সিপাড়া এলাকায় একজন বৃদ্ধা ভিক্ষুক মানবতার জীবন যাপন করছেন। সেই সাথে আজ সকালেই জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে আমি মহেলা বেগমের সাথে এসে দেখা করে তাকে স্বল্প কিছু আর্থিক সহযোগিতা করেছি।'

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করবো এই বৃদ্ধা মহিলাকে তার জায়গায় একটি ঘর তৈরী করে দেওয়ার।

বি আই বি/ এস এ /এডিবি