ন্যাভিগেশন মেনু

ঠাকুরগাঁওয়ে ধর্ষণচেষ্টাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন


ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় ৮ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার মামলায় আসামীকে গ্রেপ্তার না করায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গ্রামের ৫ শতাধিক নারী, পুরুষ, শিশু ও  রুহিয়া ছালেহীয়া মাদরাসার শিক্ষার্থীরা সোনালী ব্যাংকের সামনে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, চাপাতি ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, নজরুল ইসলাম মাষ্টার, সাদেকুল ইসলাম মাষ্টার, দেলোয়ার হোসেন মাষ্টার, হত্যাকাণ্ডের শিকার সেলিমের মা সেলিনা আকতার, গৃহবধূ তামান্না আকতার, নির্যাতিতা শিক্ষার্থীর সহপাঠী বিউটি আকতার প্রমুখ।

বক্তারা বলেন, আসামী শামীমের কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ট। চাপাতি গ্রামের এমন কোন গৃহবধূ বা নারী নেই যাকে সে কুপ্রস্তাব দেয়নি। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সে অসংখ্য নারী ও তার পরিবারের লোকজনকে মারপিট করেছে।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর বিকেলে চাপাতি গ্রামের ৮ম শ্রেণির শিক্ষার্থীকে মুখ চেপে নির্জন বাড়িতে নিয়ে উড়না দিয়ে হাত ও মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা চালায় শামীম। মেয়েটি বাঁধা দিলে সে লাঠি দিয়ে পিটিয়ে তার মাথা ফাঁটিয়ে দেয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও দীর্ঘ একমাসেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।

এস এ/এডিবি