ন্যাভিগেশন মেনু

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে ব্যতিক্রম কর্মসূচি


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এরমধ্যে ঠাকুরগাঁও জেলাকে ভিক্ষুকমুক্ত করতে ও ভিক্ষুক পূনর্বাসনে শতাধিক ভিক্ষুককে গবাদিপশু (গরু) দেওয়া হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক ভিক্ষুকের মাঝে গবাদিপশু বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন - জেলা প্রশাসক ড. কামরুজ্জান সেলিম, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি সাদেক কুরাইশী, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটোসহ উর্দ্ধতন কর্মকর্তা ও নেতারা।

এর আগে সকাল ৯টায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করা হয়।

পরে বেলা ১১টায় জেলা পরিষদ বিডিহলে জন্মবার্ষিকী উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

এছাড়া বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোচনা সভায় বক্তব্য রাখেন - জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।

বি আই বি/ এস এ/এডিবি