ন্যাভিগেশন মেনু

ঠাকুরগাঁওয়ে মৃদু শৈতপ্রবাহে জনজীবন বিপর্যস্ত


ঠাকুরগাঁওয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

গত এক সপ্তাহ ধরে ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। বিকেল হতে না হতেই চারদিক কুয়াশায় ঢাকা পড়ছে। রাতে বৃষ্টির ন্যায় কুয়াশা পড়ছে।

দুপুর পর্যন্ত চারদিক ঢাকা থাকছে কুয়াশায়। এতে শীতের তীব্রতা বেড়েছে। কুয়াশার কারণে দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

শীতের কারণে একদিকে নিম্নআয়ের মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে। অপরদিকে গবাদিপশু নিয়েও বিপাকে পড়েছে। অনেকে পাটের চট দিয়ে গবাদিপশুকে শীত থেকে রক্ষা করার চেষ্টা করছেন।

নিম্নআয়ের মানুষজন কাজে যেতে না পেরে অর্ধাহারে ও অনাহারে দিনাতিপাত করছেন। শহরের ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে নিম্নআয়ের মানুষের ভিড় বেড়েছে।

ক্রেতারা বলছেন ,হঠাৎ শীত বেড়ে যাওয়ায় পরিবারের লোকজনের জন্য সাশ্রয়ী মূল্যে গরম কাপড় কেনার জন্য তারা ফুটপাতের দোকানে ভীড় করছেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম জানান, শীতার্ত মানুষের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ২৬ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নের বিপরীতে ৩০০টি করে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে এবং তা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিপ্লব/সিবি/এডিবি