ন্যাভিগেশন মেনু

ঠাকুরগাঁওয়ে সেনা পাহারায় থানায় ফিরছেন পুলিশ সদস্যরা


ঠাকুরগাঁওয়ের বিভিন্ন থানায় সেনা  পাহাড়ায় কর্মস্থলে ফিরছেন পুলিশ  সদস্য ও কর্মকর্তারা।শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল সেনা পাহারায় থানায় ফিরে আসেন।

এ সময় তিনি বলেন, ছাত্র জনতা অভ্যুথানে দেশের অনেক থানায় হামলা করেছে দুর্বৃত্তরা।সিরাজগন্জ সহ মেট্রোপলিটন এলাকার অনেক থানার অস্তিত্ব খুজে পাওয়া যাচ্ছে না।এহেন অবস্থান পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করে।অনেকে চাকুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।অবশেষে মইনুল ইসলাম মহোদয় আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যদের থানায় ফিরে আসার নির্দেশনা প্রদান করলে পুলিশ সদস্যরা থানায় ফেরা শুরু করে।

শুক্রবার দুপুর ১২ টার দিকে রুহিয়া চৌরাস্তায় জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন রুহিয়া থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল এবং ৭ বীর রেজিমেন্ট এর সেনা অফিসার ক্যাপ্টেন আনান।

তারা উপস্থিত জনগণকে সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন না করার জন্য অনুরোধ জানান এবং যারা অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহনের হুসিয়ারী জানান।সেই সাথে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ন  স্তম্ভ পুলিম বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।