ন্যাভিগেশন মেনু

ঠাকুরগাঁওয়ে ৬ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৮ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  সহকারী পরিচালক মো: শেখ সাদী এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা চেম্বার অব কমার্সের প্রতিনিধি জাহাঙ্গীর সওদাগর, রুহিয়া থানার এএসআই মোস্তাফিজুর রহমান প্রমুখ।

পণ্যের মোড়কে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহারবিধি, সবোর্চ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ ও মেয়াদ উর্ত্তীণের তারিখ ইত্যাদি লিপিবদ্ধ না থাকায় জাতীয় ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়েছে।  

যে সকল প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো, রুহিয়া থানার সেনিহারী বাজারের থ্রী স্টার হোটেলকে ১ হাজর ৫০০ টাকা, মোস্তফা স্টোরকে একহাজার টাকা, রুহিয়া বাজারের আবু ইলেকট্রিককে এক হাজার টাকা, ফিরোজ স্টোরকে দুই হাজার টাকা, রুহুল আমিন ইলেকট্রনিকসকে এক হাজার  টাকা এবং করতোয়া ট্রেডার্সকে তিন হাজার টাকা।

বিআইবি/ এসএ/এডিবি