ন্যাভিগেশন মেনু

ঠাকুরগাঁওয়ে ৭৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার


ঠাকুরগাঁওয়ে পুকুর খননের সময় একটি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে আখানগর ইউনিয়নের ভেলারহাট আশ্রায়ন প্রকল্পের পাশে লেউটিহাড়ি পুকুর থেকে ওই মূর্তিটি উদ্ধার করে রুহিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, সরকারিভাবে লেউটিহারি পুকুর খননের কাজ চলছে। স্কেভেটর দিয়ে পুকুরের মাটি খনন করার সময় ওই পাথরটি মেশিনে লাগলে শ্রমিকরা তা উত্তোলনের চেষ্টা চালায়। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে জানালে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  চিত্তরঞ্জন রায়ের নেতৃত্বে পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মূর্তিটির ওজন প্রায় ৭৫ কেজি। দৈর্ঘ্য আড়াই ফুট এবং প্রস্থ দেড় ফুট। মূর্তিটির গায়ে আরও কয়েকটি মূর্তি অংকিত রয়েছে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের বাংলাদেশ পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি পাথরের মূর্তি উদ্ধার করে। এটি কষ্টি পাথরের মূর্তি কি-না তা পরীক্ষা না করে বলা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য,৩ বছর আগে ওই পুকুর থেকে আরও একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়েছিলো।

বিআইবি/এসএ/এডিবি/