ন্যাভিগেশন মেনু

ঠাকুরগাঁও পৌরসভায় শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহণ চলছে


চতুর্থ ধাপে ঠাকুরগাঁওয়ের দুটি পৌরসভায় শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহণ চলছে।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও পৌরসভার ২১টি কেন্দ্রে ও রাণীশংকৈল পৌরসভার ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে।

ইভিএম এর মাধ্যমে ঠাকুরগাঁও পৌরসভায় এবং ব্যালটের মাধ্যমে রাণীশংকৈল পৌরসভায় শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে  পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ঠাকুরগাঁও পৌরসভায় ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র‌্যাব, ২১টি কেন্দ্রে ১২ জন নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ ৪ পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

একইভাবে জেলার রানীশংকৈল পৌরসভা নির্বাচনে এক প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র‌্যাব, প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং স্ট্রাইকিং ফোর্স নিয়োগ করা হয়েছে।

বি আই বি/এস এ/এডিবি