ন্যাভিগেশন মেনু

ঠাকুরগাঁও রানীশংকৈলে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা প্রতিকেজি ৯০ টাকা দরে বিক্রি করছেন। কিছুদিন আগেও বাজারে পেয়াজ সংকট দেখিয়ে ৭০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি করলেও, বর্তমানে কেজিতে ১০ টাকা করে বেড়ে তা ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রানীশংকৈল উপজেলার বিভিন্ন বাজারে দেখা গেছে, পেয়াজ সর্বনিম্ন ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কোনো বাজারে আবার কিছু খুচরা ব্যবসায়ি ১০০ টাকা পর্যন্ত দাম রাখছেন।

তবে উপজেলা প্রশাসন বলছে বাজারে বেশি দামে পেয়াজ বিক্রির কোন সুযোগ নেই। প্রশাসনের এমন নির্দেশনা থাকলেও হারহামেশাই পেয়াজ বেশি দামে বিক্রি হচ্ছে।

পেয়াজের অতিরিক্ত দামের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) প্রীতম সাহা জানান, বাজারে পর্যাপ্ত পেয়াজ মজুদ রয়েছে। পেয়াজের দাম বেশি নেওয়ার কোন সুযোগ নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুচরা বিক্রেতা যদি বেশি দামে পেয়াজ কিনে বেশি দামে বিক্রি করে। সেক্ষেত্রে তাদের পেয়াজ বেশি দামে কেনার উপযুক্ত রশিদ কাগজ দেখাতে হবে। দোকানের সামনে প্রতিদিনের মুল্য তালিকা টাঙ্গাতে হবে। না হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে।

সিবি/এডিবি