ন্যাভিগেশন মেনু

ঠাকুরগাওয়ের ১০ সাংবাদিক হামলার শিকার হয়ে আত্বগোপনে কর্মস্থলে ফিরতে পারছে না


ঠাকুরগাও প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার  পদত্যাগ ও দেশত্যাগ করার পরপরই ঠাকুরগাওয়ের ৫ সাংবাদিকের বাড়িতে হামলা হয়েছে ।দুর্বৃত্তরা ওই সংবাদকর্মীদের বাড়িঘর ও ব্যবসা কেন্দ্রে হামলা করায় জীবনের ভয়ে তারা এখনও পালিয়ে বেড়াচ্ছেন।অপরদিকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছে আরো ৫ সাংবাদিক।

গত ৫ আগষ্ট  বিকেল ৪ টার দিকে  একদল দুর্বৃত্ত মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবের বাড়িতে হামলা চালায় এবং তার কবুতোরের খামার  ও বাড়ির মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।এ সময় দুর্বৃত্তরা তার ঘরে আগুন দেওয়ারও চেষ্টা চালায়।স্থানীয় লোকজনের বাঁধার মুখে তারা ফিরে যায়।একইদিন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার  প্রতিনিধি আব্দুল লতিফ লিটুর ব্যবসা কেন্দ্রে হামলা চালায় এবং  দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায় ।

এরপর দুর্বৃত্তরা লিটুর বাড়িতে আগুন দেয় এবং তার ক্ষেতের ফসল কেটে সাবাড় করে।একইদিন আমাদের সময় পত্রিকার প্রতিনিধি শাকিল আহম্মদ এর ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িতে কয়েক দফা হামলা চালায় দুর্বৃত্তরা।দুর্বৃত্তরা যুগান্তর পত্রিকার প্রতিনিধি এটিএম সামসুজ্জোহার বাড়িতেও হামলা চালায় এবং লুটতরাজ চালায়।সাংবাদিক জোহা জানান,এক কাপড়ে বাড়ি হতে বের হয়ে এসেছি।কিন্তু বাসায় ফিরতে পারছি না।এছাড়াও  লোকায়ন পত্রিকার রুহিয়া প্রতিনিধি দুলাল হকের বাড়িতে হামলা করে ভাংচুর চালায় দুর্বৃত্তরা।

একইদিন বিকেলে দুর্বৃত্তরা ঠাকুরগাও-১ আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন এর কলেজপাড়াস্থ বাসায় অগ্নিসংযোগ করে।ওই সময় এসএ টিভির প্রতিনিধি জাকির মোস্তাফিজ মিলু,জিটিভির  প্রতিনিধি এমদাদুল হক ভুট্রু ও বাংলাভিশন টেলিভিশনের প্রতিনিধি খোদা বকস ডাবলু মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে দুর্বৃত্তরা তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে আচড়ে ভেঙ্গে ফেলে।তারা জানান,সন্ত্রাসীরা খোদা বকস ডাবলুকে র্কপিয়ে হত্যা করতে এগিয়ে আসে। এসময় দুর্বৃত্তরা এমদাদুল হক ভুট্রো ও জাকির মোস্তাফিজ মিলুকে শারীরিকভাবে  লান্চিত করে।

এর আগেরদিন ৪ আগষ্ট ঠাকুরগাঁও আদালত চত্বর এলাকায় দুর্বৃত্তরা চীফ জুডিশিয়াল আদালতে ভাংচুর ও গাড়ি জ্বালানোর  ছবি তুলতে যায়  প্রথম আলো পত্রিকার প্রতিনিধি মজিবর রহমান খান।এ সময় দুর্বৃত্তরা তার  উপর চড়াও হয়  লান্চিত করে ।তারা তার  পিঠে ধারালো অস্ত্র দিয়ে জখম করে।একইদিন ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আওয়ালের মোটর সাইকেল ভাংচুর করে দুর্বৃত্তরা।