ন্যাভিগেশন মেনু

ডিজিটাল স্ক্রিনে নগরভবন থেকে বাজারদর নিয়ন্ত্রণ


ডিএসসিসি বাজারগুলোতে বসানো হবে ডিজিটাল মূল্য তালিকার বোর্ড। বৃহস্পতিবার সকালে রাজধানীর হাতিরপুল এলাকায় বাজার পরিদর্শনে এসে একথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ডিএসসিসির বাজারগুলোতে ডিজিটাল স্ক্রিন বোর্ড বসবে। সেখানে প্রতিদিনের মূল্য তালিকা নগর ভবন থেকেই দেওয়া হবে।

তিঁনি বলেন, আমাদের অধিনে ২১টি কাঁচাবাজার রয়েছে, প্রতিদিন সবগুলো ঘুরে মূল্য তালিকা হালনাগাদ করা খুবই কষ্টসাধ্য। এছাড়া অসাধুব্যবসায়ীরা আমাদের লোকেরা চলে গেলে মূল্য তালিকা সরিয়ে ফেলেন তাই এ ব্যাবস্থা।

এ সময় তিঁনি বলেন, এবছর রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে। এছাড়া চিনি, সয়াবিন তেলের দাম আগের রমজানের থেকেও কম রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ডিএসসিসির জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমআইআর/সিআরকর