NAVIGATION MENU

ডিপিএল’র সূচিতে পরিবর্তন


দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সূচিতে কিছু পরিবর্তন এসেছে। এতে ১ জুনের সবগুলো ম্যাচ স্থগিত করা হয়।

মঙ্গলবার (১ জুন) দ্বিতীয় রাউন্ডের যে ৬টি ম্যাচ স্থগিত করা হয়েছে, সেগুলো মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার (৩ মে)। এক রাউন্ড করে পিছিয়ে যাচ্ছে ডিপিএল।

এ বিষয়ে সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন জানান, 'বডিলি শিফট হবে টুর্নামেন্টের বাকি সূচি। অর্থাৎ প্রতি রাউন্ডের খেলা পিছিয়ে যাবে। আগামী ৩ মে তৃতীয় রাউন্ডের সূচি থাকলেও সেদিন হবে স্থগিত হওয়া দ্বিতীয় রাউন্ডের খেলা। তৃতীয় রাউন্ড পিছিয়ে মাঠে গড়াবে চতুর্থ রাউন্ডের সূচিতে।'

তিন ভেন্যুতে প্রতিদিন ৬টি করে ম্যাচ হওয়ার কথা থাকলেও সোমবার প্রচণ্ড বৃষ্টিতে ধুয়ে গেছে বিকেএসপির প্রথম দুই ম্যাচ। বৃষ্টির হানায় দিনের বাকি দুই ম্যাচের মধ্যে কেবল একটি ম্যাচই হয়েছে পূর্ণ ৪০ ওভার। মিরপুরেও কার্টেল ওভারে খেলা শেষ করতে হয়েছে আবাহনী এবং পারটেক্সকে।

ওয়াই এ/এডিবি/