ন্যাভিগেশন মেনু

ডিসেম্বরেই চালু হচ্ছে ই-পাসপোর্টঃ অর্থমন্ত্রী


ই-পাসপোর্ট বাস্তবায়নে জার্মানির যে কোম্পানি কাজ করছে তারা ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে পারবে। ফলে ডিসেম্বরে চালু হতে যাচ্ছে ই-পাসপোর্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০তম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

ই-পাসপোর্ট নিয়ে অর্থমন্ত্রী বলেন, ই-পাসপোর্ট জুলাইয়ে চালু করা যায়নি। জার্মানির একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করতে পারবেন। আমরা আশা করি ডিসেম্বর থেকে সারা বিশ্ব যেভাবে পাসপোর্ট ব্যবহার করে এমআরপি থেকে আমরা অ্যাডভান্স লেভেল ই-পাসপোর্টে চলে যাবো।

সূত্র জানিয়েছে, জুলাই মাসে ই-পাসপোর্ট চালু করার কথা থাকলেও যন্ত্রপাতি সেটআপসহ বিভিন্ন ছোটখাট সমস্যা দেখা দিয়েছে। সফটওয়ার এবং যন্ত্রপাতি সেটআপে কিছু ত্রুটি ধরা পড়ছে। ফলে অক্টোবরেও চালু করা সন্দিহান রয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাঁচ ও ১০ বছর মেয়াদি হবে ই-পাসপোর্ট। দুই ক্যাটাগরির পাসপোর্টের একটি ৪৮ পৃষ্ঠার, আরেকটি ৭২ পৃষ্ঠার। যারা ৭২ পৃষ্ঠার পাসপোর্ট নেবে তাদের ক্ষেত্রে ফিও বেশি হবে। এরইমধ্যে পাসপোর্টের প্রয়োজনীয় ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে।


এমআইআর / এস এস