ন্যাভিগেশন মেনু

ডেঙ্গুতে বেশি আক্রান্ত এলাকায় বিশেষ অভিযান: ডিএনসিসি মেয়র


ডেঙ্গুতে বেশি আক্রান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (১৪ আগস্ট) সকালে ৩৬ নম্বর ওয়ার্ডে 'শনিবার ১০টায় বাড়ির আঙিনা পরিষ্কার' কর্মসূচিতে অংশগ্রহণ শেষে মেয়র এ কথা বলেন।

এ সময় আতিকুল ইসলাম বলেন, ‘আমি নগরবাসীকে আহ্বান জানিয়েছিলাম প্রতি শনিবার সকাল ১০টায় ১০ মিনিট নিজের আঙিনা করি পরিষ্কার, তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন। আলহামদুলিল্লাহ, নগরবাসী সাড়া দিয়েছেন বলে মনে হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিম্নগামী।’

তিনি বলেন, ‘২১০ জন ডেঙ্গু রোগীর মধ্যে উত্তর সিটি কর্পোরেশনে আক্রান্ত হয়েছে ৩২ জন। এই সংখ্যাটা কিন্তু আগের তুলনায় অনেক কম আর এর কারণ হচ্ছে আমাদের প্রতিনিয়ত কাজ করে যাওয়া। এই সংখ্যা আরও কমানোর জন্য আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।’

মেয়র বলেন, আমি নির্দিষ্ট কোনও বাসা নয়, যে বাসা মনে হয়েছে সেই বাসার ছাদে বা ব্যালকনিতে গিয়েছি। মধুবাগ এলাকা অত্যন্ত ঘনবসতি এলাকা এখানে মধ্যবিত্ত পরিবারের লোকের বাস বেশি। আমি সকাল থেকে অন্তত ১৬টি বাসা দেখেছি আশার কথা একটি বাসাতেও এডিসের লার্ভা পাইনি। এটির মাধ্যমে আমাদের আশা জাগাচ্ছে। এটাই হলো মেসেজ আমরা যদি প্রত্যেকে নিজের বাসা নিজে পরিষ্কার করি তাহলে অবশ্যই নিরাপদ শহর গড়তে পারবো।

এ সময় মেয়র বাসায় বাসায় গিয়ে ফুলের টব, ফ্রিজের ট্রে ও অন্যান্য সামগ্রীতে পানি জমে আছে কি-না তা পরিদর্শন করেন তিনি। প্রায় ২০টি বাড়ির বাসিন্দাদের ডেঙ্গু বিষয়ে সচেতন করেন। মধুবাগের মতো বেশি আক্রান্ত এলাকায় এডিস মশার লার্ভা নিধনে উত্তর সিটি কর্পোরেশন বিশেষ অভিযান চালাবে বলে জানান তিনি।

তিনি বলেন, শুধু বাসা নয় অনেকদিন পর অফিস খুলেছে তাই সকলকে আহ্বান জানাবো আপনারা আপনাদের অফিস পরিষ্কার রাখুন। বিশেষ করে নির্মাণাধীন বাসা যেখানে লার্ভার জন্য উপযুক্ত পরিবেশ সেই নির্মাণাধীন ভবনে জমা পানি ফেলে দিন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন - ডিএনসিসি'র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনালের জোবায়দুর রহমান।

এমআইআর/এডিবি/