ন্যাভিগেশন মেনু

ডেঙ্গু রোধে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানো হবে: তাপস


ডেঙ্গুর প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস।

বুধবার (১১ নভেম্বর) দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় নির্মাণাধীন ৬টি ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় মেয়র তাপস বলেন, ডেঙ্গু প্রতিরোধে চলমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। রাজধানীতে এডিস মশা বিস্তাররোধে নগরবাসীকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।

অন্যান্য জেলার বাস রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না এমন মন্তব্য করে ডিএসসিসি মেয়র বলেন, ‘যানজট নিরসনে রাস্তা থেকে ধীরগতির যান তুলে দেওয়া হবে। এসব যানবাহন আমরা নিবন্ধনের আওতায় নিয়ে আসছি। বিগত ৩৪ বছর ধরে এসব যানবাহন নিবন্ধনের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠে মাস খানেকের মধ্যেই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

এমআইআর/এডিবি