ন্যাভিগেশন মেনু

ডেঙ্গু: রাজধানীতে একদিনে হাসপাতালে ভর্তি ২১৮ জন


করোনা মহামারির মাঝেই প্রভাব বিস্তার করছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার (৪ আগস্ট) ২৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২১৮ জন। এরমধ্যে ঢাকাতেই নতুন ভর্তি রোগী শনাক্ত হয়েছে ২০৮ জন এবং ঢাকার বাইরে ১০ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৫৫ জন। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১২ জন এবং অন্যান্য বিভাগে ৪৩ জন।

চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে সর্বমোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩ হাজার ৯০১ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৮৩৬ জন।

এমআইআর/ওআ