ন্যাভিগেশন মেনু

ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া দল


বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকায় এসে পৌঁছায় তারা। 

বিমানবন্দর থেকে সোজা টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে যাবেন সফরকারীরা। সেখানে তিনদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনের সুযোগ পাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তার আগে অবশ্য দুই দফায় করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হতে হবে।

এরপর আগামী মঙ্গলবার, ৩ আগস্ট শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩ থেকে ৯ আগস্ট পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাঁচটি টি–টোয়েন্টি খেলবে দুই দল।

এদিকে দীর্ঘ এক মাসের সফর শেষ করে একই দিন সকাল ৯টায় জিম্বাবুয়ে থেকে ঢাকা এসে পৌঁছেছে বাংলাদেশ দল।

এই সিরিজে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে পাচ্ছে না টিম অস্ট্রেলিয়া। এছাড়াও ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ম্যাক্সওয়েলদের মতো অভিজ্ঞদের পাচ্ছে না সিরিজে। তেমনটা বাংলাদেশও পাচ্ছে না দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও লিটন দাসকে।

বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দল: অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জস হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।

ওআ/