ন্যাভিগেশন মেনু

ঢাকার তাপমাত্রা বাড়ার আশঙ্কা


আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেয়ে দেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মূলত, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় তাপমাত্রা বাড়ার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে - বৃষ্টি, মেঘলা আকাশের কারণে গত দুইদিন ঢাকায় তাপমাত্রা কিছুটা কম ছিল। সোমবার (১৩ এপ্রিল) ঢাকার তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এসময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এমআইআর / এডিবি