ন্যাভিগেশন মেনু

ঢাকায় কিশোর গ্যাংয়ের সশস্ত্র ৯ সদস্য গ্রেপ্তার


রাজধানী ঢাকার মোহাম্মপুরে ছিনতাইয়ের প্রস্তুতির সময় অস্ত্রসহ কিশোর গ্যাং ‘টক্কর ল’ গ্রুপের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার  (২০ মে) দুপুরে র‌্যাব-২ এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. রাকিব হোসেন, মো. শাহাদাত, মো. শাহিন, মো. আলামিন, মো. শরীফ শিকদার, মো. জিদান ওরফে হিরা, মো. আবির হোসেন শাকিল, মো. রাশেদ এবং মো. আকাশ। তাদের কাছ থেকে দুইটি চাঁনকুড়াল, তিনটি ড্যাগার এবং চারটি ছুরি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, মোহাম্মদপুর থানার পশ্চিম বাঁশবাড়ী এলাকায় কিশোর গ্যাং ‘টক্কর ল’ গ্রুপের কয়েকজন সদস্য ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।খবের পেয়ে   বুধবার (১৯ মে) বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে মো. রাকিব হোসেন, মো.শাহাদাত, মো.জিদান, মো.শাহিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আলামিন, আকাশ, শরীফ ও আবির হোসেন শাকিলকে গ্রেপ্তার করা হয় ।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মূলত মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাই করে আসছিল। মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে রাস্তায় চলাচলরত সাধারণ জনগণের কাছ থেকে টাকা-পয়সা, স্বর্ণ, মোবাইল ও মূল্যবান দ্রব্যসামগ্রীসহ মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। তারা সবাই কিশোর গ্যাং এর গ্রুপ ‘টক্কর ল’ গ্রুপের সদস্য।

এস এ / এস এস