ন্যাভিগেশন মেনু

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের দাবিকে নাকচ করে দিল ভারতীয় শিক্ষার্থীরা


ঢাকায় কাশ্মীরি শিক্ষার্থীদের নিয়ে পাকিস্তান হাইকমিশনের কথিত দাবিকে উড়িয়ে দিল ভারতীয় শিক্ষার্থীরা।  কাশ্মীর সংহতি দিবস নিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশনের দাবিটিকে নাকচ করে দিল ইন্ডিয়ান মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ।

ওই সংগঠনটি এক বিবৃতিতে জানায়, গত ৫ ফেব্রুয়ারি ‘কাশ্মীর সংহতি দিবস’ উপলক্ষে ঢাকায় পাকিস্তান হাইকমশনের সামনে বিপুল সংখ্যক ভারতীয় কাশ্মীরি একটি সংবর্ধনায় অংশ নেয়- এমন দাবি করে দূতাবাসটি একটি বিবৃতি দিয়েছে। এ ব্যাপারে আমাদের (ইন্ডিয়ান মেডিক্যাল স্টুডেন্টস বাংলাদেশ) বক্তব্য হল- বাংলাদেশে বসবাসরত কাশ্মীরি কোনও কমিউনিটি নেই।

বরং বাংলাদেশে যেসব কাশ্মীরি রয়েছে তারা বিভিন্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। গত ৫ ফেব্রুয়ারি ঢাকার পাকিস্তান হাইকমিশনের সামনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে কোনও কাশ্মীরি মেডিক্যাল শিক্ষার্থীরা অংশ নেয়নি। এটি কাশ্মীরি শিক্ষার্থীদের রাস্তায় বের করে আনতে পাকিস্তানের একটি হীন রাজনৈতিক উদ্দেশ্য মাত্র।

ওই বিবৃতিতে আরও বলা হয়, আমরা কাশ্মীরি শিক্ষার্থীরা বাংলাদেশে আছি কেবল পড়াশুনার জন্য। পাকিস্তানি দূতাবাসের কোনও কার্যক্রমে অংশ নেওয়ার জন্য নয়।

এস এস