ন্যাভিগেশন মেনু

ঢাকায় পৌঁছেছে ফাইজারের ১০ লাখ টিকা


কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে দেওয়া ফাইজারের আরও ১০ লাখ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা এসে পৌঁছায়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকা গ্রহণ করেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এটি যুক্তরাষ্ট্র থেকে উপহার হিসেবে বাংলাদেশের জন্য পাঠানো ফাইজারের দ্বিতীয় চালান। এর আগে ৩১ মে এক লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসে।

এই টিকার চালান ৩০ আগস্ট সন্ধ্যায় আসার কথা ছিল। কিন্তু ওই দিন দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়, এই টিকার এ চালান আসবে ১ সেপ্টেম্বর।

গত ২৩ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজারের তৈরি ভ্যাকসিন পাওয়া যাবে। সেই ৬০ লাখ ডোজ ভ্যাকসিনের অংশ হিসেবে এই ১০ লাখ ডোজ দেশে এলো।

পরবর্তীতে ক্রমান্বয়ে আরও ৫০ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন সেপ্টেম্বরের মধ্যেই দেশে পৌঁছবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

ফাইজার ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় দুই দফায় মডার্নার টিকা পেয়েছে বাংলাদেশ।

এডিবি/