ন্যাভিগেশন মেনু

ঢাকায় বিশ্ব হিন্দি দিবস উদযাপিত


বাংলাদেশে ভারতীয় হাই কমিশন রবিবার বিকেলে বিশ্ব হিন্দি দিবস উদযাপন করলো সাড়ম্বরে। এদিন গুলশানে-২-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

ডেপুটি হাই কমিশনার  বিশ্বদীপ দে  অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাণী পাঠ করে শোনান। অনুষ্ঠানে হাই কমিশনের ফাস্ট সেক্রেটারি নবনীতা চক্রবর্তীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাস ভারতীয় হাই কমিশন আয়োজিত হিন্দি শিক্ষা কার্যক্রমে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের হিন্দি কবিতা আবৃত্তি ও হিন্দির ওপর  বক্তব্য প্রতিযোগী বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন।  

লায়লা হাসান অনুষ্ঠানে অসাধারণ নৃত্য পরিবেশন করেন। এছাড়াও ছিল সমবেত কণ্ঠে সংগীত।

 এস এস