ন্যাভিগেশন মেনু

মহেশখালীর মৈনাক পর্বতের চূড়ায় হচ্ছে পর্যবেক্ষণ টাওয়ার


কক্সবাজারের মহেশখালীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তীর্থস্থান আদিনাথ মন্দিরের মৈনাক পর্বতের চূড়ায় পূজারী পর্যটকদের জন্য এবার স্থাপন করা হচ্ছে আদিনাথ পর্যবেক্ষণ টাওয়ার।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে আদিনাথ মন্দির প্রাঙ্গণে পর্যবেক্ষণ টাওয়ার নির্মানের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

জেলা প্রশাসনের এ উদ্যোগ এই অঞ্চলে পর্যটনের বিকাশ ঘটাতে আরও বেশি ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই তীর্থস্থানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে সনাতন ধর্মাবলম্বীরা পূজা দিতে আসেন। সেইসাথে পর্বতের চূড়ায় থাকা মন্দির আর মনোরম পরিবেশ দেখতে পূজারীদের পাশাপাশি প্রতিদিন পর্যটকরাও ছুটে আসেন।

মন্দিরের পাশাপাশি এখানে রয়েছে এ অঞ্চলের সবচেয়ে দীর্ঘতম জেটি। যার দুপাশে মনোরম প্রাকৃতিক পরিবেশ আর রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট। সেখানে রয়েছে বেশ কিছু বন্যপ্রাণী। সব প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের আকৃষ্ট করে চলছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানিয়েছেন, এই অঞ্চলের পর্যটন বিকাশের লক্ষ্যে মৈনাক পর্বতের চূড়ায় আদিনাথ পর্যবেক্ষণ টাওয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই টাওয়ারটি নির্মাণ করবে।

এ সময় মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শরীফ বাদশা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শরীফ বাদশাহ বলেন, 'এ পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ হলে এখান থেকে পুরো মহেশখালীর দৃশ্য দেখতে পাবেন পর্যটক ও পূজারীরা। এতে করে মহেশখালীতে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে।'

কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা বলেন, 'পর্যটকদের কাছে এ পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণের মধ্য দিয়ে আদিনাথ মন্দিরের গুরুত্ব আরও অনেকগুণ বেড়ে যাবে।'

এসএএম/ ওয়াই এ/এডিবি