ন্যাভিগেশন মেনু

ঢাকা-কায়রো রুটে ইজিপ্টএয়ার চালু হচ্ছে ১ নভেম্বর থেকে


কায়রো-ঢাকা-কায়রো রুটে মিশরের পতাকাবাহী ইজিপ্টএয়ারের ফ্লাইট চালু হচ্ছে ১ নভেম্বর। বিমান সংস্থাটি প্রাথমিকভাবে ঢাকা ও কায়রোর মধ্যে সপ্তাহে দুইটি প্লেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) এ উপলক্ষে মিশরের দূতাবাস কর্তৃক রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত হায়থাম ঘোবাশি  বলেন, এটি অবশ্যই ব্যবসা বিনিময়, কার্গো, মিশরীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী এবং বহুমুখী মিশরীয় পর্যটন অন্বেষণ করতে আসা পর্যটকদের উপর প্রভাব ফেলবে। 

ঘোবাশি বলেন, বাংলাদেশে মিশর এয়ারের উদ্বোধন আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক। বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও মিশরের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

রাষ্ট্রদূত তার দেশকে আধুনিক সভ্যতার আঁতুড়ঘর হিসেবে অভিহিত করে মিশরীয় আতিথেয়তা এবং বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করার জন্য বাংলাদেশের পর্যটক ও যাত্রীদের স্বাগত জানান। 

দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ফলপ্রসূ সহযোগিতার বিষয়টি তুলে ধরে একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের সরকারি ও বেসরকারি উভয় খাতের সমন্বিত প্রচেষ্টাকে দূত ধন্যবাদ জানান।

বাংলাদেশে ইজিপ্টএয়ারের জেনারেল সেলস অ্যাজেন্ট (জিএসএ) এএলও ঢাকা, সিইও সৈয়দ আলী সামি এবং নির্বাহী পরিচালক ফরহাদ হোসেনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এডিবি/